পাকিস্তানের সাবেক পেসারের দাবি, আইপিএল ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’

 

পাকিস্তানের সাবেক পেসারের দাবি, আইপিএল ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’


আইপিএল নিয়ে পুরোনো বিতর্কটা আবারও সামনে টেনে আনলেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তাঁর মতে, ভারতের এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’।

পাকিস্তানের হয়ে ৫টি টেস্ট, ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা তানভীর এই অভিযোগ তুললেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি একই অভিযোগ করার পর।

আইপিএলে ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হারে রাজস্থান রয়্যালস। এরপর ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে আবার ২ রানে হারে ফ্র্যাঞ্চাইজিটি। দুটি ম্যাচেরই একপর্যায়ে জয়ের সুযোগ ছিল রাজস্থানের। সেখান থেকে হেরে যাওয়ায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন বিহানি। তবে এক চিঠিতে অভিযোগের কড়া জবাব দিয়েছে রাজস্থান রয়্যালস।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হয়তো রাজস্থানের কাছ থেকে আইপিএলের টিকিট কম পেয়েই এমন অভিযোগ করেছে আরসিএ। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আরসিএ আইপিএলে সাধারণত যে পরিমাণ টিকিট পেয়ে থাকে, এবার তার চেয়ে কম পেয়েছে। ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাটির অসন্তোষের পেছনে এটা মূল কারণ হতে পারে বলে জানানো হয়।

সে যা–ই হোক, তানভীর এ বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন। ৪৬ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারের এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘বিসিসিআই গর্বভরে দাবি করে আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ। হ্যাঁ, এটা তা–ই, কিন্তু এটা ম্যাচ পাতানোর সবচেয়ে বড় মঞ্চও। বেশির ভাগ দলই বাজিকরদের হাতের মুঠোয়।’

Smartwatchs

Post a Comment

Previous Post Next Post